• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটের প্রথম ধাপের উপজেলা, নির্বাচনে জয়ী হলেন যারা

  • এস এম সামছুর রহমান, বাগেরহাট
  • প্রকাশিত ০৯ মে ২০২৪

বাগেরহাটের কচুয়া ও রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার অনুষ্ঠিত হয়েছে।ভোট গণনা শেষে কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে রাঢ়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু দোয়াত কলম প্রতীকে ২৬০৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের আহ্বায়ক মীর জায়েসী আসরাফী জেমস মোটরসাইকেল প্রতীকে ১৯৪৬৭ ভোট।বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮৪৬৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এই উপজেলায় উপজেলায় ভাইচ চেয়ারম্যান পদে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন টিয়া পাখি মার্কায় ৩৮০৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইচ চেয়ারম্যান মো: ফিরোজ আহমেদ উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৩৯৬৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হনুফা আক্তার কলস প্রতীকে ২৪৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে মাধবী রানী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৭৫২২ ও ইয়াসমিন আক্তার হাঁস প্রতীকে ১১০১৫ ভোট পেয়েছেন।

অপরদিকে রামপাল উপজেলা পরিষদ নির্বাচনের রামপার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক নিয়ে ২৪১৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাfবে নির্বাচিত হয়েছেন্। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামপার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জামিল হাসান ২৩৯৪৭ ভোট পেয়েছেন।

এই উপজেলায় উপজেলায় ভাইচ চেয়ারম্যান পদে নুরুল হক তালা প্রতীকে ২০২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান (মিন্টু) উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১০৩৪২ ভোট, এছাড়া মোল্যা মাসুদ বিল্লাল টিউবওয়েল প্রতীকে ৯২৯১ ভোট এবং মো: আবুল কালাম আজাদ পেয়েছেন ৯৭৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মাৎ হোসনেয়ারা কলস প্রতীকে ২৬৮২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোসাম্মাৎ ছায়রা খাতুন পেয়েছেন ২০৯২৫ ভোট।

এর আগে একক প্রার্থী থাকায় প্রথম ধাপে বাগেরহাট সদর উপজেলায় ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন, চেয়ারম্যান পদে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাগেরহাট পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন জানান, সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads